Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আ.লীগের ২ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ১৮:১৩

খাগড়াছড়ি: নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে দল হতে অব্যাহতি দেওয়া হয়েছে ।

অব্যাহতি পাওয়া দুই নেতা হচ্ছেন তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. জামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইসমাইল।

মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা জানান, চেয়ারম্যান পদে উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের জন্য আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

দল হতে মনোনয়ন না দিলেও তবলছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. আবুল কাশেম। আর দুই নেতা স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেমের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। উভয়কে একাধিকবার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হলেও তারা তা করেননি।

বিজ্ঞাপন

দলের নির্দেশ না মানায়, আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের ৪৭(৯) ধারায় দল থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো এবং গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মতে বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কমিটিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

অব্যাহতি আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর