Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুহেদ হত্যাকাণ্ড: সেই আ.লীগ নেতা রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ১৮:৩৬

আদালতে প্রদীপ রায় | আল হাবিব-সারাবাংলা।

সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে রুহেদ হত্যা মামলার প্রধান আসামি দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর অসীম চন্দ্র দেব সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুহেদ হত্যা: উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট শহরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব রাত ৩টায় দিরাই থানায় তাকে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, সোমবার (১৮ অক্টোবর) সুনামগঞ্জের দিরাই উপজেলার উদির হাওর জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপ এবং মার্কিন প্রবাসী ক্যালিফোর্নিয়া আ.লীগ নেতা কাজল নুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষ বাঁধে এতে কাজল নুরের চাচাতো ভাই রুহেদ মিয়ার মৃত্যু হয়।

সারাবাংলা/একেএম

রুহেদ হত্যাকাণ্ড


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর