Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির সি ইউনিটে পাসের হার ৫২ শতাংশ

চবি করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি ইউনিটে’ পাস করেছেন ৫ হাজার ২৬১ জন৷ পাসের হার ৫১ দশমিক ৯৩ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছেন (জিপিএসহ) ১০৮ দশমিক ২৫।

শনিবার (৩০ অক্টোবর) সি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সালামত উল্যা বলেন, ফলাফল প্রস্তুত করে আইসিটি সেলের কাছে পাঠিয়েছি। শিগগিরই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘রেজাল্ট আমরা হাতে পেয়েছি। ওয়েবসাইটে প্রকাশের কাজ চলছে। যত দ্রুত সম্ভব রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশের চিন্তা করছি।’

শুক্রবার (২৯ অক্টোবর) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি ইউনিটে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টায় শেষ হয়। এ সময় সকাল ১১টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি অসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ১৩২ জন। যা শতকরা হিসেবে উপস্থিতির হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৮৬ জন যা প্রায় ২৭ দশমিক ২২ শতাংশ।

সারাবাংলা/সিসি/একে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর