Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ২১:১৫

ঢাকা: দেশের মালিক হচ্ছে দেশের জনগণ, আজ দেশের মালিক প্রজা হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আজকে এই দেশের মালিকানা, জনগণকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে।’

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নাগরিক ফোরাম আয়োজিত ‘মানবাধিকার ও আইনের শাসন: প্রেক্ষিত ২৮ অক্টোবর’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

খন্দকার মোশাররফ বলেন, ‘আজ জনগণ বুঝতে পারছে এই সরকার থাকলে এখানে কোনো ন্যায়বিচার হবে না। এখানে গণতন্ত্র থাকবে না। সাংবাদিকরা কথা বললে তাদের জেল খাটতে হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলায় ৮১ বার পিছিয়েছে চার্জশিট দেওয়ার তারিখ। অথচ জামায়াত-বিএনপির বিরুদ্ধে মামলা হলে তারা ৩ দিনে চার্জশিট দিয়ে ৫ম দিন থেকে বিচার শুরু করে।’

এই সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে মন্তব্য করে মোশাররফ বলেন, ‘গণতন্ত্রবিরোধী সরকার টিকে থাকে সব ভিন্ন মতের কণ্ঠ চেপে ধরে। জনগণকে এই সরকার তোয়াক্কা করে না, এই সরকারের প্রভু আছে, প্রভুকে তোয়াক্কা করে আর যেখানে নিজের স্বার্থ, সেই স্বার্থকে তোয়াক্কা করে। স্বার্থের জন্য, প্রভুর স্বার্থের জন্য যা দরকার এই বাংলাদেশে বর্তমান স্বৈরাচারী সরকার তা চালিয়ে যাচ্ছে এবং তারা সুযোগ পেলে তা চালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারে এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না। এসব অন্যায়ের প্রতিকার করতে হবে। তাই আজকে বাংলাদেশে কে কোন দল করে, কে কোন মতের‑ সেটা পরের বিষয়, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

বিজ্ঞাপন

নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের সঞ্চালনায় ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যরা।

সারাবাংলা/কেআইএফ/এমও

খন্দকার মোশাররফ দেশের মালিক প্রজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর