Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের তৃতীয় প্রান্তিকে সৌদি আরমকোর মুনাফা সবচেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২১ ১৭:১০

বছরের তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি মুনাফা করেছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান আরামকো। এসময় গুগল, অ্যামাজান, অ্যাপল চেয়েও বেশি মুনাফা করেছে আরামকো। সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরবৃদ্ধির কারণেই এমন মুনাফা লাভ করেছে সৌদির প্রতিষ্ঠানটি।

সৌদি আরবের দাহারানভিত্তিক তেল কোম্পানিটি জানিয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকে ১৫৮ শতাংশ আয় বেড়েছে। চলতি বছরের জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এই তিন মাসে আরামকোর মুনাফা হয়েছে ৩০.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ছিল ১১.৮ বিলিয়ন মার্কিন ডলার। বছরের ব্যবধানে আরামকোর বিক্রি বেড়েছে ৮০ শতাংশ অর্থাৎ ৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের এক বিবৃতিতে বলেন, প্রধান প্রধান বাজারগুলোতে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি এবং জ্বালানির চাহিদা বৃদ্ধির ফলে বছরের তৃতীয় ত্রৈমাসিক পারফরম্যান্স ব্যতিক্রম হয়েছে। বিশ্ববাজারে এখনও কিছু বাধা রয়েছে, বিশেষ করে সরবরাহ চেইনের বাধা এখনও বিদ্যমান। আমরা আশাবাদী, অদূর ভবিষ্যতে জ্বালানির চাহিদা আরও বাড়বে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর