‘আমি পরীক্ষা বিরোধী, তবে মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে’
৩১ অক্টোবর ২০২১ ১৭:৫৯
ঢাকা: ‘আমি নিজেই পরীক্ষা বিরোধী মানুষ। পরীক্ষা থাকবে, কিন্তু সেটা যেন বোঝা না হয়ে যায়। শিক্ষার্থীদের পরীক্ষা ভীতিতে ফেলা যাবে না। মূল্যায়ন হবে, তবে সেটা যেন প্রতিযোগিতা না হয়’— এভাবেই বলছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৩১ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চিকিৎসা বিজ্ঞানের আদিকথা শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা ভীতি যেন সৃষ্টি না হয়। আমি নিজেই সবসময় পরীক্ষা বিরোধী। তবে বিরোধীতার অর্থ এই নয় যে, শিক্ষার্থীদের কোনো পরীক্ষা কিংবা মূল্যায়ন হবে না। অবশ্যই শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। এর জন্য আন্তর্জাতিক বিভিন্ন প্রক্রিয়া আছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে সেগুলো অবলম্বন করা যেতে পারে।’
স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীকাল রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। টিকাদান কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা সহযোগিতা করব। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে।’
তিনি বলেন, ‘রাজধানীর স্কুল শিক্ষার্থীদের ঢাকায় আটটি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। পরে অন্যান্য জেলায় ২১টি কেন্দ্রে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে ভ্যাকসিনের প্রাপ্যতাও একটি বড় বিষয়।’
শিক্ষার্থীদের ভ্যাকসিনের নিবন্ধনে জটিলতার বিষয়ে প্রশ্ন করা করা হলে দীপু মনি বলেন, ‘স্কুল থেকে শিশুর জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করবে। এটাই নিয়ম।’
সারাবাংলা/টিএস/পিটিএম