Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রোববার (৩১ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দিয়েছেন।

দণ্ডিত মো. শরীফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর এলাকার ফজলুর রহমানের ছেলে। আসামি কারাগারে আছেন।

মামলার নথিপত্রের ভিত্তিতে ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আমিন সারাবাংলাকে জানান, ১৯৯৮ সালে আসামি শরীফুল ইসলাম চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই বছরের ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় শরীফুল প্রতিবেশি ছয় বছরের শিশুকে ফুঁসলিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

১৯৯৯ সালের ১১ জুলাই আসামির বিরুদ্ধে ১৯৯৫ সালের নারী ও শিশু (বিশেষ বিধান) আইনের ৬ (১) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ চার জনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে।

এছাড়া আক্রান্ত শিশুর জবানবন্দি আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন।

সারাবাংলা/আরডি/এমও

যাবজ্জীবন শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর