আয়কর রিটার্নের জন্য ফরম পূরণ করবেন যেভাবে
৩১ অক্টোবর ২০২১ ১৯:৫৯
ঢাকা: একজন নাগরিক রাষ্ট্রকে তার উপার্জিত অর্থের বিপরীতে যে কর দিয়ে থাকেন, সাধারণভাবে সেটিই আয়কর। সরকারের আয়েরও অন্যতম উৎস এই আয়কর, যেটি মূলত সংগ্রহ করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতি অর্থবছরের শুরু থেকে নভেম্বর মাস পর্যন্ত আয়কর জমা দেওয়ার সুযোগ থাকে। এই আয়কর জমা দেওয়ার জন্য আয়কর রিটার্ন ফরম পূরণ করে তারপর প্রযোজ্য করের পরিমাণ নির্ধারণ করতে হয়। তবে এই আয়কর রিটার্ন ফরম পূরণের বিষয়টিই অনেকের কাছে, বিশেষ করে নতুন করদাতার কাছে জটিল বা দুর্বোধ্য হয়ে উঠতে পারে। এ প্রেক্ষাপটেই নভেম্বরের ৩০ দিন ধরে আয়কর সংগ্রহে এনবিআরের বিশেষ কার্যক্রম সামনে রেখে আয়কর রিটার্ন ফরম পূরণ ও রিটার্ন দাখিলের বিভিন্ন দিক তুলে ধরার বিষয়গুলোই নিয়ে হয়ে গেল ‘সারাবাংলা লিগ্যাল চেম্বারস’-এর শেষ পর্বটি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে আইন বিষয়ক সারাবাংলার নিয়মিত আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয় সারাবাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। করদাতারা যেন সহজে রিটার্ন ফরম পূরণ করে রিটার্ন দাখিলের পদ্ধতিগুলো জানতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই সাজানো হয়েছিল এই পর্বের আলোচনা।
‘ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের নিয়ম’ পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক লিমিটেড শিরোনামের এই পর্বটি বরাবরের মতোই পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফ্ফাত গিয়াস আরেফিন। আর করদাতাদের কাছে আয়কর রিটার্ন দাখিল ও রিটার্ন ফরম পূরণের নিয়মগুলো সহজে তুলে ধরার জন্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের ঢাকা কর অঞ্চল-৮-এর সহকারী কর কমিশনার এম মনসুর আলী এবং ঢাকা কর অঞ্চল-৪-এর সহকারী কর কমিশনার ফেরদৌস হক শাকুর।
আলোচনায় যুক্ত হয়ে শুরুকেই আয়কর নিয়ে সাধারণ বিষয়গুলো তুলে ধরে ফেরদৌস হক শাকুর। তিনি বলেন, রাজস্ব বোর্ডের কর দুই ধরনের— একটি প্রত্যক্ষ কর, অন্যটি পরোক্ষ কর। প্রত্যক্ষ কর হলো ইনকাম ট্যাক্স বা আয়কর, যেটি আয় করলেই দিতে হবে। যেমন— একজন পুরুষ নাগরিক বছরে তিন লাখ টাকার বেশি আয় করলে তাকে কর দিতে হবে। তবে নারী, ৬৫ বছরের বেশি বয়সী এবং তৃতীয় লিঙ্গের নাগরিকরা সাড়ে তিন লাখ টাকা উপার্জনের জন্য আয়কর থেকে অব্যাহতি পাবেন। তারা বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি আয় করলে তাদের আয়কর দিতে হবে। প্রতিবন্ধীদের জন্য এই আয়করমুক্ত সীমা সাড়ে চার লাখ টাকা, বীর মুক্তিযোদ্ধাদের জন্য চার লাখ ৭৫ হাজার টাকা। প্রযোজ্য ক্ষেত্রে যিনিই এই আয়সীমা অতিক্রম করবেন, তাকেই আয়কর দিতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি নাগরিককেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এটি বাধ্যতামূলক। রিটার্ন ফরম পূরণের পর যদি দেখা যায় যে তার ওপর আয়কর প্রযোজ্য, তাহলে তিনি আয়কর দেবেন। আর রিটার্ন দাখিলের হিসাবে যদি দেখা যায় যে তার ওপর আয়কর প্রযোজ্য নয়, তাহলে তাকে আয়কর দিতে হবে না।
আলোচনায় এম মনসুর আলী জানান, আয়কর জমা দেওয়ার জন্য যে আয়কর রিটার্ন ফরম পূরণ করতে হয়, সেটি আমাদের প্রতিটি সার্কেল অফিসেই পাওয়া যাবে। যেকোনো কর অঞ্চলের যেকোনো সার্কেল অফিসে গিয়ে বিনামূল্যে ফরমটি সংগ্রহ করতে পারবেন নাগরিকর। তবে কেউ যদি অফিসে না যেতে চান, তারা এনবিআরের ওয়েবসাইট থেকেও এই ফরমটি ডাউনলোড করে নিতে পারবেন। ব্যক্তি ও কোম্পানির জন্য আলাদা আলাদা ফরম রয়েছে। ফরমগুলো বাংলা ও ইংরেজি— দুইটি ভাষাতেই পাওয়া যাবে।
কোন সময় আয়কর রিটার্ন জমা দিতে হয়— এমন প্রশ্নের জবাবে এই কর কর্মকর্তা বলেন, আমরা অনেকেই ধরে নিই— নভেম্বর মাসেই শুধু আয়কর রিটার্ন জমা দিতে হয়। এটি ঠিক নয়। আমাদের অর্থবছর শুরু হয় প্রতিবছরের ১ জুলাই থেকে। ওই দিন থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত পাঁচ মাস আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মিত সময়। এর মধ্যেও কেউ যদি কোনো কারণে আয়কর রিটার্ন দাখিল না করতে পারেন, তার জন্যও সুযোগ রয়েছে। তিনি একটি ফরম পূরণ করে রিটার্ন দাখিলের জন্য আরও দুই মাস সময় নিতে পারবেন। সেক্ষেত্রে তার ওপর যে পরিমাণ কর প্রযোজ্য, সেটির ওপর ২ শতাংশ হারে সুদ দিতে হবে।
গত বছর বাদ দিয়ে আগের কয়েক বছরেই এনবিআর নভেম্বর মাসের যেকোনো একটি সপ্তাহে দেশব্যাপী করমেলা আয়োজন করেছে। এ কারণেই অনেকেই নভেম্বর মাসকেই আয়কর রিটার্নের নির্ধারিত সময় মনে করে থাকেন। তবে এই কর কমিশনার সবার প্রতি জুলাই-আগস্টের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছেন। কেননা, অর্থবছরের শুরুর এই সময়ে কর অফিসগুলোতে ভিড় কম থাকে।
আয়কর রিটার্ন ফরম পূরণ
আয়কর রিটার্ন ফরম পূরণের পদ্ধতিগুলোও দুই কর কর্মকর্তা ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন সারাবাংলা লিগ্যাল চেম্বারসের আলোচনায়। তাদের আলোচনায় উঠে এসেছে— ব্যক্তিশ্রেণি ও অন্যান্য করদাতার জন্য আয়কর রিটার্নের ফরমটি আট পৃষ্ঠার একটি ফরম। এতে শুরুতেই সার্বজনীন স্বনির্ধারণী ঘরটি পূরণ করতে হবে। অর্থাৎ এই ফরমের মাধ্যমে করদাতা নিজেই নিজের করের হিসাবগুলো করছেন। পরবর্তী সময়ে এই হিসাব নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা হিসাবে ভুল থাকলে এনবিআর নিজেই করদাতার সঙ্গে যোগাযোগ করবে।
ফরমের প্রথম পৃষ্ঠায় করদাতার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ই-টিআইএন নম্বর, কর সার্কেল, কর্মরত প্রতিষ্ঠানসহ বর্তমান ও স্থানীয় ঠিকানা এবং ফোন নম্বরের ঘরগুলো পূরণ করতে হবে। ফরমটিতে কোনো সমস্যা পাওয়া গেলে ওই বর্তমান ঠিকানা ও ফোন নম্বরেই তার সঙ্গে যোগাযোগ করা হবে বলে এ ক্ষেত্রে হালনাগাদ তথ্যগুলো পূরণ করার আহ্বান জানান এম মনসুর আলী।
আয়কর রিটার্ন ফরমটি দেখুন এখানে—
ফরমের দ্বিতীয় পৃষ্ঠায় করদাতার উপার্জনের বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। এ ক্ষেত্রে চাকরিজীবী হলে তার বেতন, বাড়ি থাকলে তা থেকে আয়, কৃষি জমি থেকে আয়, ব্যবসা বা অন্য কোনো পেশা থাকলে সেখান থেকে আয়, অপ্রাপ্তবয়স্ক সন্তান কিংবা প্রযোজ্য ক্ষেত্রে স্বামী/স্ত্রীর আয়গুলোও এই পৃষ্ঠায় পূরণ করতে হবে। এর সঙ্গে অন্যান্য খাত এবং বিদেশ থেকে কোনো আয় থাকলে সেটি পূরণের জন্য পৃথক ঘর রয়েছে। করদাতা কর রেয়াতের সুবিধা প্রাপ্য হলে সেসব তথ্য পূরণের জন্যও রয়েছে আলাদা ঘর। করদাতা উৎসে করসহ বিভিন্ন মাধ্যমে আগে থেকেই কর পরিশোধ করে থাকলে তার তথ্যও এই পৃষ্ঠাতেই দেওয়া নির্দিষ্ট ঘরে পূরণ করতে হবে।
আয়কর রিটার্ন ফরমের তৃতীয় পৃষ্ঠায় করদাতার বেতন ও ঘরবাড়ি থেকে উপার্জনের তথ্য পূরণ করতে হবে। এ ক্ষেত্রে বেতনের ক্ষেত্রেও কিছু কিছু পরিমাণ পর্যন্ত কর অব্যাহতি পাওয়ার সুযোগ রয়েছে। বাড়ি থাকলে তার মেরামতসহ বিভিন্ন কাজে খরচগুলোও কর অব্যাহতির আওতায় আসবে। চতুর্থ পৃষ্ঠায় জীবন বিমা থেকে শুরু করে ভবিষ্য তহবিল, ঋণ, ডিপোজিট স্কিম, কল্যাণ তহবিল, জাকাত তহবিলসহ বিভিন্ন খাতে খরচের তথ্যগুলো তুলে ধরতে হবে। বিভিন্ন আয়-ব্যয়ের তথ্যপ্রমাণ সম্বলিত যেসব নথিপত্র ফরমের রিটার্নের সঙ্গে দাখিল করতে হবে, তার বিবরণও তুলে ধরতে এই পৃষ্ঠাতেই।
রিটার্ন ফরমের পরের তিন পৃষ্ঠায় করদাতার পরিসম্পদ, দায় ও ব্যয়ের বিবরণী তুলে ধরতে হবে। সেক্ষেত্রে করদাতা ব্যবসায়ী হলে তার পুঁজি, কৃষি সম্পত্তি থাকলে সেখানে আয়-ব্যয়ের পরিমাণ, বিনিয়োগ থাকলে তার ধরন ও পরিমাণ, আসবাবপত্র, অলংকার, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, ব্যবসা বহির্ভূত অর্থসম্পদ (নগদ বা ব্যাংকে গচ্ছিত) ইত্যাদি তথ্য দিতে হবে। সম্পদ বা জমি বন্ধক, জামানতবিহীন ঋণদায়, ব্যাংক ঋণসহ করদতার অন্যায় দায়ের তথ্যও দিতে হবে। একইসঙ্গে পরিবারে নির্ভরশীল সদস্যের সংখ্যা, সম্পদের মোট পরিবৃদ্ধি, অর্জিত তহবিলের তথ্যও পূরণ করতে হবে।
আর শেষ পাতায় পূরণ করতে হবে ব্যক্তিগত ও ভরণপোষণের খরচ, উৎসে কর কর্তনসহ আগের অর্থবছরে পরিশোধিত আয়কর, আবাসন সংক্রান্ত খরচ, ব্যক্তিগত যানবাহন ব্যবহার সংক্রান্ত যাবতীয় খরচ, আবাসিক বিদ্যুৎ, আবাসিক গ্যাস বিল, আবাসিক টেলিফোন বিল, সন্তানদের লেখাপড়া খরচ, বিদেশ ভ্রমণ সংক্রান্ত খরচ, উৎসব ব্যয় ইত্যাদির তথ্য।
কোন কোন খাত থেকে উপার্জন কর অব্যাহতির আওতায় আসবে, সেগুলো এনবিআরের আয়কর নির্দেশিকায় বিস্তারিতভাবে তুলে ধরা রয়েছে বলে জানান দুই কর কর্মকর্তা। তারা বলেন, নতুন করদাতাসহ অনেকের কাছেই এই রিটার্ন ফরম পূরণের কাজটি অনেক জটিল মনে হতে পারে। তবে ফরমের নির্দেশনাসহ এবং এনবিআরের আয়কর নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করলে এই ফরম পূরণের কাজটিও কঠিন নয়।
এনবিআরের আয়কর নির্দেশিকা দেখুন এখানে—
কর প্রণোদনা, টিআইএন
কর প্রণোদনার বিষয়ে এক জন দর্শকের প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, নাগরিকদের কর দিতে উৎসাহিত করার জন্য আমরা এটি করে থাকি। যেমন— আমাদের কিছু কর অব্যাহতি বা অবকাশ রয়েছে। এগুলো দেওয়া হয় যেন মানুষ কর দিতে আগ্রহী হয়। কর অব্যাহতি আর অবকাশ মিলে হয় কর প্রণোদনা। এছাড়া দান করলেও কর রেয়াত পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যেসব খরচ করে সেগুলোও করের আওতার বাইরে থাকে। কোন কোন খাতের খরচ কর অব্যাহতি বা অবকাশের আওতায় আসবে, সেই বিষয়গুলো এনবিআরের ওয়েবসাইটে সবিস্তারে তুলে ধরা হয়েছে।
আয়কর রিটার্নের আগে কর পরিচিতি নম্বর (ট্যাক্স আইডেন্টিফিরেকশন নম্বর) বা টিআইএন নম্বর নিতে হয় নাগরিকদের। এখন এটি অনলাইনেই করা যায় বলে একে ই-টিআইএন’ও বলা হয়। এম মনসুর আলী বলেন, এটি প্রত্যেকের জন্য ইউনিক একটি নম্বর, যা একজনের সঙ্গে আরেকজনের মিলবে না। এর আগে এটি ১০ ডিজিটের একটি নম্বর ছিল। এখন সবাইকে ১২ ডিজিটের ই-টিআইএন নম্বর দেওয়া হয়ে থাকে। কর দিতে আগ্রহী কেউ নিবন্ধন করতে চাইলে এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-টিআইএন সার্ভারে যেতে পারবেন। যেখানে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করে নিতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাওয়ার্ড) আসবে। সেটি ব্যবহার করে সহজেই নিবন্ধন করে নেওয়া সম্ভব।
এক প্রশ্নের উত্তর মনসুর আলী বলেন, কেউ যদি মারা যান, তার সবশেষ কর বছরের কর মামলা নিষ্পত্তির পর তার পক্ষে আর কাউকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। এ ক্ষেত্রে মৃত্যুসনদ, ওয়ারিশন সার্টিফিকেট বা বণ্টননামা থাকলে দাখিল করলেই চলবে। আর যদি কোনো করদাতা দেশের বাইরে থাকেন, তাহলে তারা ওই দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাসময়ে রিটার্ন দাখিল করতে পারবেন। তবে কোনো করদাতা সেটি করতে অসমর্থ হলে দেশে ফেরার তিন মাসের মধ্যে সব প্রমাণসহ আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
মনোযোগ দিয়ে এনবিআরের নির্দেশনা অনুসরণ করে নিজে নিজেই আয়কর রিটার্ন ফরম পূরণ ও রিটার্ন জমা দেওয়া সম্ভব— এমন মত দিলেও অন্তত নতুন করদাতাদের আইনজীবীর শরণাপন্ন হওয়ার পরামর্শই দিচ্ছেন দুই কর কর্মকর্তা। তারা বলছেন, আইনজীবী নিযুক্ত করলে রিটার্ন ফরম পূরণ ও দাখিলে ভুলের আশঙ্কা কম থাকবে।
সারাবাংলা/এআই/টিআর
আয়কর রিটার্ন এনবিআর কর অঞ্চল কর সার্কেল রিটার্ন ফরম পূরণ সারাবাংলা লিগ্যাল চেম্বার