করোনার সংক্রমণ পরীক্ষা করতে গিয়ে হৃদরোগে মৃত্যু
৩১ অক্টোবর ২০২১ ২২:০৩
চট্টগ্রাম ব্যুরো: করোনাইভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
মৃত ইব্রাহিম খলিল (৫২) জনতা ব্যাংকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখায় কর্মরত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইব্রাহিম খলিলের শরীরে করোনার লক্ষণ ছিল না। করোনা পরীক্ষার সনদের জন্য তিনি নমুনা দিতে এসেছিলেন। বিআইটিআইডিতে প্রবেশ করে তিনি নমুনা সংগ্রহের কক্ষের খোঁজ করছিলেন। এসময় তিনি হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়েন। সংশ্লিষ্টরা তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিআইটিআইডি হাসপাতালের উপ-পরিচালক বখতিয়ার আলম বলেন, ‘উনি (ইব্রাহিম খলিল) নমুনা দিতে পারেননি। নমুনা সংগ্রহের আগেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।’
সারাবাংলা/আরডি/এমও