কক্সবাজারে মন্দিরে হামলা-ভাংচুর: ৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
৩১ অক্টোবর ২০২১ ২২:২৭
ঢাকা: কুমিল্লার ঘটনার জেরে কক্সবাজারের পেকুয়ায় মন্দিরে হামলা এবং হিন্দু বাড়িতে হামলা-ভাংচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া চার আসামিকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আসামিরা হচ্ছেন- পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ এবং বিএনপি সমর্থক বলে উল্লেখিত স্থানীয় ব্যবসায়ী শাহনেওয়াজ। কক্সবাজার আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে।
রোববার (৩১ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
গত ১৩ অক্টোবর কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রেখে অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরেও হামলা-ভাংচুর হয়।
ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়। সেই মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪ নং ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৮ অক্টোবর তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন।
ওই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত তাদের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম