Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের পেট্রাপোল ২৪ ঘণ্টা খোলা, বেনাপোল বিষয়ে মেলেনি চিঠি

লোকাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২১ ২২:৪৩

বেনাপোল: বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দর সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে বাংলাদেশের বেনাপোল বন্দর একইরকমে খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বেনাপোল কাস্টমস হাউস সূত্র জানিয়েছে, বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে বাংলাদেশ সরকার এখনও কিছু জানায়নি।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আপাতত পরীক্ষামূলক তিন মাস চলবে এ কার্যক্রম। ভালো সাড়া পেলে সেটি দীর্ঘস্থায়ী করা হবে। এর ফলে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে যাত্রী পারাপার ও পণ্য পরিষেবা ২৪ ঘণ্টা চালু থাকবে।

বিজ্ঞাপন

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘এর আগে গত ৩১ অগাস্ট এ বিষয়ে দিল্লিতে বৈঠক হয়, তারপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের ল্যান্ড পোর্ট অথরিটির ডিরেক্টর অজিত কুমার সিং (অপারেশন) ২৫ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। আপাতত পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য নতুন এই নিয়ম চালু করা হবে। সফল হলে পরবর্তীকালে সেটি স্থায়ীভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নতুন এই ব্যবস্থা এখন শুধুমাত্র কার্যকর হওয়া সময়ের অপেক্ষায়।’

ব্যবসায়ী নেতা হিসাবে ২৪ ঘণ্টা বন্দর চালুর সিদ্ধান্তের বিষয়ে তিনি ভারত থেকে একটি চিঠি পেয়েছেন বলেও জানান।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘বর্তমানে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে সপ্তাহে ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য হয়। এছাড়া সরকারি ছুটির দিন বাণিজ্য বন্ধ থাকে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা আমদানি-রফতানি চালু হলে হলে বাণিজ্যে গতি ফিরবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।’

বিজ্ঞাপন

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘বেনাপোল-পেট্রেপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে আমরা বাংলাদেশ সরকার বা রাজস্ব বোর্ড থেকে এখনও কোনো চিঠি পাইনি। ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম সচলে যেমন আমদানি-রফতানি বাণিজ্যে গতি ফিরবে, তেমনি ভ্রমণে সুবিধা পাবেন ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা।’

সারাবাংলা/এমও

পেট্রাপোল বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর