Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজি প্রধানমন্ত্রী মিথ্যাবাদী: ম্যাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২১ ০৯:২৪

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

সাবমেরিন কেনার চুক্তিকে কেন্দ্র করে অজি প্রধানমন্ত্রী ওই মিথ্যাচার করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

রোমে জি-২০ সম্মেলনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাখোঁ এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি।

ইমানুয়েল ম্যাখোঁ বলেন, অস্ট্রেলিয়া এবং তার নাগরিকদের ব্যাপারে ফ্রান্সে শ্রদ্ধাশীল। কিন্তু দুই দেশের মধ্যকার সম্পর্ক মর্যাদাপূর্ণ হওয়া দরকার।

তিনি বলেন, শ্রদ্ধা এবং মর্যাদার সম্পর্কের মধ্যে সত্যবাদী হওয়া জরুরি।

এর আগে, পারমাণু শক্তিচালিত সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কি না? এমন প্রশ্নের জবাবে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে তাকে অন্ধকারে রাখা হয়েছে।

এদিকে, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মিথ্যাচারের অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তিনি জানিয়েছেন, চলতি বছরে প্যারিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেই ম্যাখোঁকে জানানো হয়েছিল পুরাতন আমলের ফরাসি সাবমেরিন অস্ট্রেলিয়ার কৌশলগত স্বার্থ পূরণ করবে না বলে মনে করছেন।

স্কট মরিসন বলেন, তিনি ফরাসি প্রেসিডেন্টের হতাশার কারণ বুঝতে পারছেন কিন্তু ফ্রান্সের সঙ্গে বাতিল করা চুক্তিতে আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

সারাবাংলা/একেএম

ইমানুয়েল ম্যাঁখো স্কট মরিসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর