টোকিওতে জোকারের বেশে ট্রেনে হামলা, আহত ১৭
১ নভেম্বর ২০২১ ১০:১৩
জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেন লাইনে ছুরি, এসিড হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
রোববার (৩১ অক্টোবর) রাতে কোকুরিও রেলস্টেশনে কেইও এক্সপ্রেসের লাইনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এদিকে, এই হামলায় সন্দেহভাজন এক জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তার বয়স ২০ এর কোঠায়। তিনি জোকারের বেশে ওই হামলা চালিয়েছেন নিরাপত্তা ক্যামেরার ভিডিও থেকে এমনটাই দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র প্রচারিত এবং টুইটারে দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেন থেকে লোকজন ছুটে পালাচ্ছে। মূহূর্তেই সেই জায়গায় ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, হামলাকারী ট্রেনের চারপাশে তরল কোনোকিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
সারাবাংলা/একেএম