Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশুসহ ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৫:৩২

ঋষি পাড়া, পারগেন্ডারিয়া, কেরাণীগঞ্জ ইত্যাদি এলাকা থেকে যাত্রীরা এসব নৌকায় আসেন সদরঘাট এলাকায়, ফিরেও যান এসব নৌকাতেই

ঢাকা: বুড়িগঙ্গা নদীতে একটি নৌকা ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দুজন।

সোমবার (১ নভেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান।

তিনি জানান, সকালে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে ১০ জন যাত্রী নিয়ে নৌকাটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ থাকে দুই নারী ও দুই শিশু।

এসআই সোবহান আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। দুপুর পৌনে ১টার দিকে তারা এক নারীর এবং সোয়া ১টার দিকে এক শিশুর লাশ উদ্ধার করে।

তাদের বাড়ি কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়।

এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে বলে এসআই সোবহান জানান।

সারাবাংলা/একে

নৌকাডুবি বুড়িগঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর