Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন গ্যাস কোম্পানির সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদের তথ্য গোপনের অভিযোগে সুন্দরবন গ্যাস কোম্পানির সাবেক এমডি মুশতাক আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

তিনি জানান, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত এমডি মুশতাক আহমদের বিরুদ্ধে ২ কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৪ লাখ ৬০ হাজার ৬৬৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

বিজ্ঞাপন

কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ২৬ মে দুদকে স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ দাখিল করেন। দাখিলকৃত বিবরণীতে মুশতাক আহমদ নিজ নামে ১ কোটি ২০ লাখ ৫৬ হাজার ২১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের কথা জানান।

সারাবাংলা/এসজে/এমও

দুদকের মামলা সুন্দরবন গ্যাস কোম্পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর