চবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা মাসুদের বিরুদ্ধে মামলা
১ নভেম্বর ২০২১ ২২:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে অংশ নিতে এসে আটক মোহাম্মদ মাসুদ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের প্রধান (ভারপ্রাপ্ত) শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় এই মামলা দায়ের করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মাসুদ সরকার যার বদলি হয়ে পরীক্ষায় অংশ নেন সেই জুলকার নাইনকেও মামলার আসামি করা হয়েছে। ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, রোববার (৩১ অক্টোবর) বিকেলে ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফট ভর্তি পরীক্ষার সময় আরেকজনের হয়ে অংশ নিতে এসে মোহাম্মদ মাসুদ সরদার আটক হন। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
সারাবাংলা/সিসি/পিটিএম