Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ১১:২২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে একটি বাসায় বিস্ফোরণের পর আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। একইস্থানে তিনমাস আগেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশ জানিয়েছে, গ্যাস লাইনের ফুটো থেকে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে।

সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী কমিউনিটি সেন্টার রোডে মরিয়ম ভিলার ষষ্ঠ তলায় ভাড়াটিয়া জামাল শেখের বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জামাল শেখ স্থানীয় হাক্কানি আয়রন মার্টের নিরাপত্তা কর্মী ও তার বাড়ি জামালপুরে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে দগ্ধরা হলেন- জামাল শেখের স্ত্রী সাজেদা বেগম (৩৯), ছেলে শাহজাহান শেখ (২৫), মো. স্বাধীন (১৭) ও মো. জীবন (১৪), মেয়ে মাহিয়া আক্তার (১০) এবং শাহজাহানের স্ত্রী দিলরুবা বেগম (১৮)।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন সারাবাংলাকে বলেন, গত রাতে আকস্মিকভাবে ওই বাসায় বিস্ফোরণ হয়। এতে বাসার দরজা, জানালা ভেঙে পড়ে। বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি জহির জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সাজেদা বেগমের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তার ছেলে স্বাধীনের ৪২ শতাংশ ও জীবনের ৪০ শতাংশ এবং মেয়ে মাহিয়ার ৩৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শাহজাহানের ২০ শতাংশ ও তার স্ত্রী দিলরুবার শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে ওসি জহির বলেন, ঘটনাস্থলে গ্যাসের সঞ্চালন লাইনে ত্রুটি আছে। সেখান থেকে নির্গত গ্যাস জমে দাহ্য কিছুর সংস্পর্শে আসার ফলে বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

ওসি জানান, গত ১১ আগস্ট একইস্থানে বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৯ জন সদস্য আহত হন। এর মধ্যে একই পরিবারের তিনজন পরে মারা যান। সেসময়ও তদন্তে সংশ্লিষ্টরা গ্যাসের সঞ্চালন লাইনে ত্রুটির কথা জানিয়েছিলেন।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর