Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলপুরে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ১৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: জেলার ফুলপুরে পারিবারিক কলহের জেরে ছেলে মামুনের হাতে বাবা আবুল হাসেমের (৪৬) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রহিমগঞ্জ মাটিচাঁপুর গ্রামের সমেদ আলীর ছেলে।

সোমবার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে আবুল হাসেম এবং তার বড় ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন লাঠি দিয়ে তার বাবা আবুল হাসেমের মাথায় সজোরে আঘাত করে।

পরে গুরুতর আহত আবুল হাসেমকে প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/একেএম

ছেলের হাতে বাবা খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর