Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি খাতে ব্রিটেনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ১৯:২৮

সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন

ঢাকা: কৃষির বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্যের রফতানি বাড়াতে ব্রিটেনের প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে ব্রিটেনও এই খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাক্ষাৎ করলে মন্ত্রী এ আগ্রহের কথা জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দেশে কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদনে সাফল্য এলেও রফতানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আমাদের অর্থের অভাব নেই, প্রয়োজন কারিগরি ও ব্যবস্থাপনাগত সহযোগিতা। এক্ষেত্রে আমরা ব্রিটেনের সহায়তা চাই।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বাংলাদেশকে কৃষি প্রক্রিয়াজাত ও রফতানি বাড়াতে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, কৃষিতে সহযোগিতা বাড়াতে ব্রিটেনের বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফলমূল এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রফতানি বাড়াতে কৃষিমন্ত্রীর নেতৃত্বে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা-ব্যবসায়ীদের একটি দল নেদারল্যান্ড ও ব্রিটেন সফরে যাচ্ছে।

এ প্রসঙ্গ টেনে কৃষিমন্ত্রী বলেন, দেশের ফলমূল, আলু এবং শাকসবজি রফতানি ও প্রক্রিয়াজাতের সম্ভাবনা অনেক। আমাদের এখন অনেক উদ্বৃত্ত ফসল রয়েছে। এগুলোকে আমরা ইউরোপের মূল বাজারে রফতানি করতে চাই। এখন যা রফতানি হচ্ছে, তার মূল ক্রেতা প্রবাসী বাংলাদেশিরা। সফরে আমরা ব্রিটেনের ব্যবসায়ী সংগঠন ও শীর্ষস্থানীয় চেইন শপ বা সুপারমার্কেটগুলোর সঙ্গে আলোচনা করব।

বিজ্ঞাপন

মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাতে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর