Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরণের পর আগুন: দগ্ধ নারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ২২:২৫

বিস্ফোরণে ওই পরিবারের আরও ৫ জন দগ্ধ হন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে একটি বাসায় বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে দগ্ধ এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই পরিবারের আরও পাঁচ জন এ দুর্ঘটনায় দগ্ধ হন।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।

মৃত সাজেদা বেগম (৩৯) নগরীর উত্তর কাট্টলী এলাকার জামাল শেখের স্ত্রী। এ ঘটনায় দগ্ধরা হলেন— জামাল শেখের ছেলে শাহজাহান শেখ (২৫), মো. স্বাধীন (১৭) ও মো. জীবন (১৪), মেয়ে মাহিয়া আক্তার (১০) এবং শাহজাহানের স্ত্রী দিলরুবা বেগম (১৮)।

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক লিটন কুমার পালিত সারাবাংলাকে জানিয়েছেন, সাজেদা বেগমের শরীরের ৮৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়েছে। দগ্ধ আরও পাঁচ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। দিলরুবা বেগমকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার রাত সাড়ে ১০টায় নগরীর আকবরশাহ্ থানার উত্তর কাট্টলী কমিউনিটি সেন্টার রোডে মরিয়ম ভিলার ষষ্ঠ তলায় ভাড়াটিয়া জামাল শেখের বাসায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জামাল শেখ স্থানীয় হাক্কানি আয়রন মার্টের নিরাপত্তাকর্মী। তার বাড়ি জামালপুরে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় আকবর শাহ থানা পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে গ্যাসের সঞ্চালন লাইনে ত্রুটি আছে। সেখান থেকে নির্গত গ্যাস জমে দাহ্য কিছুর সংস্পর্শে আসার ফলে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়। বিস্ফোরণে ওই বাসার দরজা-জানালা ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

গত ১১ আগস্ট একই স্থানে বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৯ জন সদস্য আহত হন। এর মধ্যে একই পরিবারের তিন জন পরে মারা যান। ওই সময়ও তদন্তে সংশ্লিষ্টরা গ্যাসের সঞ্চালন লাইনে ত্রুটির কথা জানিয়েছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

আগুনে দগ্ধ দগ্ধ হয়ে মৃত্যু বিস্ফোরণের পর আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর