Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট যাত্রীর ব্যাগে ১০ লাখ টাকার চকলেট-কসমেটিকস!

লোকাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ২৩:২৫

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্টের কাস্টমস ভবন থেকে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে সাবান ও চকলেটসহ ১০ লাখ টাকার কসমেটিকস পণ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস ভারতীয় এসব পণ্য জব্দ করেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে ভারত থেকে আসা ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। ওই পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারত ফেরত এক জন বাংলাদেশি যাত্রী তার ব্যাগে চকলেট ও সাবানসহ বিভিন্ন ধরনের কসমেটিকস জাতীয় পণ্য নিয়ে আসছেন। সে অনুযায়ী রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্টে একজন যাত্রীকে সন্দেহভাজন হিসেবে বিবেচনায় নিয়ে তার ব্যাগ তল্লাশি করা হয়। আর সেখান থেকেই প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য পাওয়া যায়।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জনান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইমিগ্রেশনের সময় একজন যাত্রীর ব্যাগ থেকে ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছি। ওই যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুগ্ম কমিশনার বলেন, বেনাপোল কাস্টম হাউজ চোরাচালান রোধে সবসময় তৎপর। রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/টিআর

১০ লাখ টাকার কসমেটিকস ভারতীয় কসমেটিকস

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর