বিপুল পরিমাণ রিয়াল-দিরহামসহ আটক ২
৩ নভেম্বর ২০২১ ১৯:৩৭
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে বিপুল পরিমাণ সৌদি রিয়াল এবং দিরহাম বহন করার দায়ে এস এম আরিফ আহমেদ এবং মো. আসলাম উদ্দিন নামে দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ২ টার দিকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৪৭ এর দুই যাত্রী এস এম আরিফ আহমেদ এবং মো. আসলাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উভয় যাত্রী ৫০ হাজার করে মোট এক লাখ সৌদি রিয়াল অবৈধভাবে বহন করার কথা স্বীকার করেন।
পরবর্তীতে এভসেক সদস্যরা তাদের ব্যাগ এবং শরীর তল্লাশি করে ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের সৌদি রিয়াল এবং দিরহাম উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসজে/একেএম