Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকিরপাশার নদী পরিদর্শন করল নদী রক্ষা কমিশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২১ ২১:৩৭

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চাকিরপাশার নদী দখল মুক্ত করতে জরিপ করেছে পাঁচ সদস্যের জাতীয় নদী রক্ষা কমিশনের জরিপ টিম।

বুধবার (৩ নভেম্বর) কুড়িগ্রামের রাজারহাট তিস্তা নদীর প্রবেশমুখ থেকে চাকিরপাশার নদী জরিপ কাজ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের গঠিত টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ, রাজারহাট সহকারী কমিশনার ভূমি আকলিমা মুন্নি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান।

জানা গেছে, চাকিরপাশার নদী দখলমুক্ত করতে স্থানীয় প্রশসানকে কয়েক দফা চিঠি পাঠায় জাতীয় নদী রক্ষা কমিশন। তারপরও নানা কারণে দখলমুক্ত না হওয়ায় কমিশন বিশেষ জরিপ টিম গঠন করে।

জরিপ টিমের প্রধান অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবর রহমান বলেন, নদীকে সংকুচিত করার সুযোগ নেই। নদী কমিশন চায়, নদী তার স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়েই প্রবাহমান হবে। কোনো দখলদার নদীর গতিপথ বন্ধ করতে পারবে না।

সারাবাংলা/টিআর

চাকিরপাশার নদী জাতীয় নদী রক্ষা কমিশন নদী পরিদর্শন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর