Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য গোপন করে রিট: বাদীর ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২১ ২২:৪৭

প্রতীকী ছবি

ঢাকা: মাদারীপুরের ডাসার উপজেলা কমপ্লেক্স তৈরির কার্যক্রম নিয়ে তথ্য গোপন করে উচ্চ আদালতে পৃথক চারটি রিট আবেদন করায় বাদীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই রিট আবেদন খারিজ করেছেন আদালত। আদালতের সময় নষ্ট করা এবং বারবার রিট করায় বাদীকে জরিমানা করেন আদালত। ওই টাকা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। তিনি তথ্য গোপন করে রিট দায়ের সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

তথ্য গোপন করে একই ঘটনায় দেশের উচ্চ আদালতের আরও তিনটি বেঞ্চে বিভিন্ন সময় রিট আবেদন করেন। ওই রিটের শুনানি খারিজ করা হয়। তৃতীয়বার করা রিটের সেই তথ্য গোপন করে রিটের বাদী চতুর্থ আবেদন করেন।

এর আগে, ২৬ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ডাসারকে উপজেলা হিসেবে অনুমোদন দেয়।

সারাবাংলা/কেআইএফ/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর