Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৬:৩৭

ময়মনসিংহ: জেলার পাগলা থানার সাধুয়া গ্রামের সড়ক নির্মাণে ব্যবহৃত রোলার চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ জেলার ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর বেপারির ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে নায়েব আলী (৭৫)। এসময় অটোচালক সাইফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

নিহত কফিলের শ্যালক সুমন আহমেদ জানান, নিহতদের বাড়ির জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটো ও মোটরসাইকেলে করে গফরগাঁও থানার পাগলা এলাকায় যাচ্ছিলেন। পথে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ারটেকে সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রুলারের সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন, হাসপাতালে আনার পর কফিল উদ্দিন মারা যায় এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শ্রীপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কেএম নাজমুল আহসান জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে কফিল উদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

ময়মনসিংহের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, রোলার চাপায় ঘটনাস্থলেই নায়েব আলী মৃত্যু হয়েছে। পরে আরও দু’জনের মৃত্যু হয। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

৩ জনের মৃত্যু দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর