শিক্ষা অফিসারের শাস্তি চেয়ে শিক্ষকদের সংবাদ সম্মেলন
৪ নভেম্বর ২০২১ ১৭:৪৯
ঢাকা: শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে হয়রানি করা শিক্ষা অফিসারের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করেন তারা।
মনোজ কান্তি গোপালগঞ্জ সদর উপজেলার উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে ব্যাপকভাবে হেনস্তা ও হয়রানি করার পর তাকে মিথ্যা প্রতিবেদন তৈরি করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এমনকি বরখাস্ত করার আগে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘যে শিক্ষা অফিসার তাকে হেনস্তা করেছে তার নাম গৌতম চন্দ্র রায়। সে মনোজকে কিল ঘুষি ও লাথি মারেন। অথচ সেদিনই এই শিক্ষক সন্তানের জনক হন। তাকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে এভাবে আক্রান্ত করা হয়। এর পর স্কুলের উন্নয়ন কাজে ভাগ না দেওয়ায় তাকে বেধরক পেটানো হয়।’
স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং তার লোকজন মনোজ কান্তিকে বেধড়ক মারধর করেন বলেও জানান তিনি। এরাও ওই অফিসারের সঙ্গে সংশ্লিষ্ট। পরে মনোজকে সাময়িক বহিষ্কার করা হয়।
এর দায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ দায়ীদের বিচার দাবি করেছেন। একইসঙ্গে মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার দাবিও জানান তারা।
সারাবাংলা/টিএস/পিটিএম