Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ৭, কমেছে সংক্রমণ

সারাবাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২১ ১৯:৩৮

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। আগের দিনও মৃত্যুর সংখ্যা সাতজনই ছিল। একই সময়ে সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে। আগের দিন সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ২৫৬ জন, গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা নেমে হয়েছে ২৪৭ জনে।

একইসঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও। আগের দিনে এই হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার হয়েছে ১ দশমিক ৩২ শতাংশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৬টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৮ হাজার ৯১৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬৯০টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৬০ হাজার ৭১৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ১৩৪টি।

২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ, বেড়েছে শনাক্তের হার

আগের দিন দেশে ২৫৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনের শরীরে।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৩১ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৬ শতাংশ, যা আগের দিন ছিল ১৫ দশমিক ৯ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। আগের দিন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছিলেন ২৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।

মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত

আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ৭ জন করোনা রোগী, গত ২৪ ঘণ্টায়ও এই সংখ্যা একই রয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৭ হাজার ৮৮৭ জন মারা গেলেন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন, তাদের ৪ জন পুরুষ, ৪ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে পুরুষের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৫১ জনে। আর করোনা সংক্রমণ নিয়ে মৃত নারীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৩৬ জনে। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক ০১ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুইজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এই সাত জনের মধ্যে পাঁচ জন সরকারি হাসপাতালে ও দুইজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত্যু নেই চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, খুলনায় একজন, সিলেটে একজন, রংপুরে দুইজন মারা গেছেন। তবে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর