Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৩:২৮

ওবায়দুল কাদের [ফাইল ছবি]

ঢাকা: ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে চলমান অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের আশ্বাসও দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ধর্মঘটের আহ্বান জানান সেতুমন্ত্রী। বিশেষ করে পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিতে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন- অঘোষিত ধর্মঘটে ‘অচল’ ঢাকা সারাদেশ থেকে ‘বিচ্ছিন্ন’

ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা চলছে। তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ জনগণকে দুর্ভোগে পড়তে হচ্ছে। আমি বলব, মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করুন।

রোববার (৭ নভেম্বর) বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠকের তথ্য জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার যারা রয়েছেন, বৈঠকে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয় করা হবে। জনগণের ওপর বাড়তি চাপ যেন না হয়, সেটি বিবেচনায় নিয়ে চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

আরও পড়ুন- চট্টগ্রাম বন্দরে স্থবিরতা, গণপরিবহন বন্ধে ভোগান্তি

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোলভাড়া বাড়ানোর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস ও টোলহার বাড়ানো হয়েছে। এর আগে বঙ্গবন্ধু সেতুতে সবশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোলহার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে টোলের হার বাড়ানোর বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ফাইল ছবি

সারাবাংলা/এনআর/টিআর

অঘোষিত ধর্মঘট ধর্মঘট প্রত্যাহারের ডাক

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর