ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি সোনার পেস্টসহ ২ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আটক যাত্রী হলেন, দেলোয়ার ও রবি মিয়া।
শুক্রবার ( ৫ নভেম্বর) বিকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার একাধিক নির্ভরশীল সূত্র।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। তারা বাংলাদেশ বিমানে করে সিলেট থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এরপর গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে তাদেরকে শনাক্ত করে আটক করা হয়। আটক সোনার মূল্য প্রায় ৩ কোটি টাকা। আটক সোনা ও যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানা গিয়েছে।