অপহরণের ৫ দিন পর শিশুর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
৫ নভেম্বর ২০২১ ১৬:০১
বরিশাল: অপহরণের ৫ দিন পর পিরোজপুরে ইন্দুরকানীতে লাভলী আক্তার (৬) নামে এক শিশুর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় কালো দাগ রয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কালাইয়া গ্রামের নুরুল ইসলাম শিকদারের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাবা-মায়ের বিচ্ছেদের পর লাভলী আক্তার তার মা সোনিয়ার সঙ্গে কালাইয়া গ্রামে নানা বাড়িতে থাকত। তার নানার নাম শহীদুল মৃধা। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
শিশুর মা সোনিয়া আক্তার জানান, গত ৩১ অক্টোবর লাভলী আক্তার তার বয়সী আরও দুই শিশু আরাফাত ও রাব্বীর সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখোঁজির পর আরাফাত ও রাব্বীকে পেলেও লাভলীর খোঁজ মেলেনি। সোনিয়ার পরে ইন্দুরকানি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ঘটনার ৫ দিন পর শিশু লাভলীর মরদেহ পাওয়া গেল।
সোনিয়া আক্তার অভিযোগ করেন, ‘আমার মেয়েকে অপহরণ করে হত্যা করা হয়েছে। আমি খুনিদের শাস্তি দাবি করছি।’
পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান জানান, হাত-পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিশুটির মরদেহ বিকৃত হয়ে গেছে। তার গলায় আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সারাবাংলা/একে