Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেল ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৮:০১

বরিশাল: ডিজেল, কেরোসিন, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।

সংগঠনের জেলা ও মহানগর কমিটির আয়োজনে শুক্রবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক চড়া, তার মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় নির্বাহে যে চাপ তৈরি করবে, তা হবে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো। হঠাৎ জ্বালনি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের কাছে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ।’

দেশ যাতে অস্থিতিশীল না হয় সেজন্য জ্বালানি তেল, চাল, তেল, গ্যাসসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আ. রসিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য জামান কবির, হাসিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর কমিটির সভাপতি জাবের মোহাম্মদসহ অন্যরা।

সারাবাংলা/এমও

জ্বালানি তেল দ্রব্যের মূল্যবৃদ্ধি মানববন্ধন


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর