Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ৮ ঘরবাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৮:১২

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়িতে আগুনে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে তবলছড়ি পোস্ট অফিস কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের বাহিনীর কর্মীরা। পরে স্থানীয় ও দমকলবাহিনীর কর্মীরা মিলে প্রায় ঘণ্টাখানেক সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মো. নাছির উদ্দীন সোহেল জানান, পোস্ট কলোনিতে আগুনে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা সকলেই নিম্নবিত্ত পরিবারের মানুষ, দ্রুত আগুন ছড়িয়ে পরায় কেউই তেমন কিছু সরাতে পারেনি। তাই প্রশাসন ও বিত্তবানদের তাদের দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক সূত্রপাত জানা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, ‘সকাল দশটার দিকে পোস্ট কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ৩৫-৪০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। তবে কাঁচাঘর হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুনে ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, নিরূপণের কাজ চলছে।’

সারাবাংলা/এমও

অগ্নিকাণ্ড ঘরবাড়ি রাঙ্গামাটি


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর