Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপাকে সাধারণ যাত্রীরা, ভাড়া দ্বিগুণেরও বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৯:০৭

ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বাস বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন। গত ৫০ বছরে একসঙ্গে জ্বালানি তেলের এত মূল্যবৃদ্ধি কখনও হয়নি বলেও জানান বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

জানা গেছে, সরকার বুধবার (৩ অক্টোবর) ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা লিটার নির্ধারণ করেছে। এর প্রতিবাদে শুক্রবার থেকে সব বাস বন্ধ করেছে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নেতারা। এতে সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন আর প্রত্যেক যাত্রীকে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে যাতায়াতে।

বিজ্ঞাপন

সাধারণ যাত্রীরা বলছেন, ‘তেলের দাম বাড়ার কারণে সব গাড়ি বন্ধ, আর এই সুযোগে অটোরিক্সা, সিএনজির ড্রাইভারা আমাদের কাছে ন্যায্য ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি নিচ্ছে। আমাদের সবদিকেই বিপদ; সময়, টাকা সবকিছুই বেশি লাগছে।’

বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আইউব আলী জানান, জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং ভাড়া বৃদ্ধি না হওয়ায় শুক্রবার সকাল থেকে বাস-ট্রাকসহ সকল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সেই সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাস ড্রাইভার মো. বারিউল ইসলাম, জিল্লুর রহমান, কবির হোসেন বলেন, ‘হঠাৎ তেলের দাম বৃদ্ধি হওয়ায় শুধু যাত্রীরা নয়, আমরাও বিপাকে পড়েছি। এখন এমনিতেই ব্যবসা নাই তারপরে আগে তেলের দাম যতটাকা ছিল, তখনই চলতে পারতাম না। এখন সরকারের কাছে আকুল আবেদন আগের মতই যেন তেলের দাম স্বাভাবিক করে দেয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ভাড়া দ্বিগুণ মূল্যবৃদ্ধি সাধারণ যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর