Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলে না খেলে সিট বাতিলের ঘোষণা, প্রতিবাদে রাবি ছাত্রীদের অবস্থান

রাবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ২০:৫৩

রাবি: ছাত্রীদের আবাসিক হলের ডাইনিংয়ে বাধ্যতামূলক খাবার চালুর প্রতিবাদ ও সান্ধ্য আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় তাপসী রাবেয়া হলের গেইট অবরোধ করে বিক্ষোভ করছেন এসব শিক্ষার্থীরা। এছাড়া ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, রান্নার সুযোগ দেওয়ার দাবি করছেন তারা।

আন্দোলনরত ছাত্রীরা জানান, হল প্রশাসন সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে তাদের ডাইনিংয়ে খেতে বাধ্য করেছে। অন্যথায় তাদের সিট বাতিল করা হবে বলে জানানো হয়। শুক্রবার বিকেলে এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আলোচনায় বসেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহাল। তবে সিদ্ধান্তে না এসেই আলোচনা থেকে চলে যান তিনি।

ছাত্রীদের অভিযোগ, ডাইনিংয়ে দাম বেশি নিয়েও মানসম্মত খাবার পরিবেশন করা হয় না। হলের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘হল প্রাধক্ষ্য গত মাসে নোটিশ দিয়ে জানান, মেয়েদের ডাইনিং খেতে হবে অন্যথায় সিট বাতিল করা হবে। খাবারের দাম কমানো হবে কিছুদিনের মধ্যে। কিন্তু দাম কমানো হয়নি, খাবারের মানও খারাপ। তাই আমরা আন্দোলন করছি।’

হল প্রাধ্যক্ষ ফেরদৌসী মহাল বলেন, ‘দীর্ঘদিন হল বন্ধ থাকায় ইলেক্ট্রিসিটির লাইনসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তার ওপর গণরুমের পাশে ৪০ জনের রান্নার ব্যবস্থা আছে। সেখানে ১৪০ জন রান্না করছে। এ অবস্থায় রান্না করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে।’

হল ডাইনিংয়ে খাওয়া বাধ্যবাধকতা প্রশ্নে তিনি বলেন, ‘ডাইনিংয়ে খাবার মানসম্মত ও দাম কম। আমি নিজেই খেয়ে দেখেছি। এছাড়া তারা যদি রান্না করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয় তার দায় কে নিবে? আর যারা ব্লকে থাকে তাদের জন্য রান্না রের ব্যবস্থা আছে, তারা সেখানে রান্না করে খেতে পারছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

রাবি ছাত্রী সিট বাতিলের ঘোষণা