Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংকটাপন্ন’ অবস্থায় বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছেছেন রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ২২:৩৩

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবার সূত্রে জানা গেছে। এমন অবস্থায় রওশন এরশাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে থাইল্যান্ডের পথে রওয়ানা হয়। রাত সাড়ে ৯টায় বিমানটি ব্যাংককে পৌঁছায়।

বিজ্ঞাপন

বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত রওশন এরশাদকে সবশেষ গত ২৩ অক্টোবর সিএমএইচে ভর্তি করা হয়। ওই সময় থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

জানা গেছে, রওশন এরশাদের হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকছে না। পেটের সমস্যাসহ তার অক্সিজেনেরও ঘাটতি রয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা জানিয়েছেন, রওশন এরশাদ সংজ্ঞাহীন রয়েছেন।

সারাবাংলা/একে

রওশন এরশাদ সিএমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর