Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএসপি হত্যা মামলার আসামি হাসপাতাল পরিচালক নিয়াজের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ২৩:৫৪

ঢাকা: রাজধানীর আদাবরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার মামলার আসামি ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ (৩২) মারা গেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত নিয়াজ মোর্শেদের হাজতি নাম্বার ৪০৬৫৭/২১। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় নিয়াজ মোর্শেদ হাজতি হিসাবে কারাগারে ছিলেন। তবে তিনি প্যারালাইসিস রোগী ছিলেন, আজ অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৯ নভেম্বর বেলা ১১টার দিকে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হাসপাতাল কর্মচারীদের মারধরের পর মারা যান আনিসুল করিম শিপন। তিনি ৩১তম বিসিএস পুলিশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর