Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য থেকে যুদ্ধজাহাজ কিনছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ০৯:৪৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ০৯:৪৮

ফাইল ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: বাংলাদেশ যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি, পাঁচটি জাহাজ নেব। এরমধ্যে তিনটি যুক্তরাজ্যে তৈরি হবে আর বাকি দুটি বাংলাদেশে তৈরি হবে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে মোমেন বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন নিয়েও আলোচনা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাজ্য যুদ্ধ জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর