Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রলীগের ২ গ্রুপে মারামারি, ‘কনসার্ট ফর অয়ন’ বাতিল

ঢাবি করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ১৭:০৭

ঢাকা: জটিল হৃদরোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী অয়ন ভট্টাচার্য। ২০০৯-১০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীকে বাঁচাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এই অর্থ সংগ্রহে হাতে হাত মিলিয়ে একাট্টা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আয়োজন করেছিল দুই দিনব্যাপী চ্যারিটি কন্সার্ট শো— ‘কনসার্ট ফর অয়ন’।

তবে প্রথম দিনেই বাধ সাধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শো বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজনকারীরা। দ্বিতীয় দিন শনিবার (৬ অক্টোবর) শিরোনামহীন, ব্ল্যাক, বে অব বেঙ্গলসহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ডদলের গান পরিবেশন করার কথা ছিল।

বিজ্ঞাপন

এদিকে, নির্ধারিত সময় ধরে প্রথম দিনের শো শুরু হয় শুক্রবার (৫ অক্টোবর) বিকেল তিনটায়। টিএসসির পায়রা চত্বর-সংলগ্ন জায়গায় স্থাপন করা মঞ্চে গান পরিবেশন করে জলের গান, বাংলা ফাইভ, অ্যাভয়েড রাফাসহ বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড। এ সময় মঞ্চের আশেপাশে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন জায়গায় বক্স নিয়ে ঘুরে অয়নের জন্য সাহায্য চান ভলান্টিয়াররা।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সারাবাংলার এই প্রতিবেদককে জানান, শো’র শেষ পর্যায়ে টিএসসির জনতা ব্যাংক সংলগ্ন স্থানে মারামারির সূত্রপাত হয়। নারী উত্যক্তকরণের ঘটনাকে কেন্দ্র করে ফজলুল হক মুসলিম হল ও শহীদুল্লাহ হল শাখার ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিজয় একাত্তর হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসীমউদ্‌দীন হল শাখার নেতাকর্মীদের একটি অংশের। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের শিক্ষার্থী মো. মিঠু আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

এদিকে, দ্বিতীয় দিনের কন্সার্ট বাতিল প্রসঙ্গে চারুকলা অনুষদ শাখা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য আবদুল্লাহ আল কাফি ফেসবুকে লিখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, অজ্ঞাতনামাদের সংঘর্ষের কারণে ৬ নভেম্বর ২০২১ রোজ শনিবারের CONCERT FOR AYON শীর্ষক আয়োজন বাতিল করা হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের কাছে, আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য। আপনাদের সবার ভালোবাসায় সিক্ত আমাদের অয়ন দা। কনসার্টের মূল উদ্দেশ্য অয়ন দা যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই প্রার্থনা করবেন।’

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের কনসার্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘এই কনসার্টের ব্যাপারে কোনো অনুমতি ছিল না। মানবিক কারণে এর আয়োজন করা হয়েছিল। তবে বিষয়টি মারামারির দিকে চলে গেছে। এছাড়া আবার যে মারামারির ঘটনা ঘটবে না, এই নিশ্চয়তাও নেই। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে আজকের কনসার্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে।’

মারামারির ঘটনা প্রসঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সোহান সারাবাংলাকে বলেন, ‘সায়েন্স ফ্যাকাল্টির হলগুলোর কিছু শিক্ষার্থীর সঙ্গে কলা-ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। এটাকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বলা যায় না।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

কনসার্ট ছাত্রলীগ ঢা‌বি বাতিল

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর