Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্ববাজারে কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ১৮:১৩

নসরুল হামিদ, ফাইল ছবি

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসার পাশাপাশি দেশের বাজারেও তার প্রতিফলন ঘটবে। ২০১৬ সালেও জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল উল্লেখ করে তিনি জানান, জ্বালানি তেলের বৈশ্বিক মূল্য বৃদ্ধি ও পাচার রোধে মূল্য সমন্বয় করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে বৃহত্তর জাতীয় স্বার্থে সরকার ৪ নভেম্বর থেকে দেশে ডিজেল ও কেরোসিন এর মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। যদিও আশেপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের মূল্য এখনও কম। শনিবার (৬ নভেম্বর) ভারতের কোলকাতায় প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৮৯.৭৯ রুপি বা ১০৪ টাকা এমন তথ্য তুলে ধরে আরও বলেন ২৬টি স্থল বন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকে তাও বিবেচনার বিষয়, পাচারের আশংকা তো রয়েছেই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ইলেকট্রিক যানবাহনের দিকে যেতে হবে। বিশেষ করে পাবলিক পরিবহনগুলো ইলেকট্রিক করা গেলে দেশে পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে। ইলেকট্রিক যানবাহনের ইঞ্জিনের দক্ষতাও বেশি, সাশ্রয়ীও। তেল আমদানি খরচও কমে যাবে।’

সারাবাংলা/জেআর/এমও

জ্বালানি তেল জ্বালানি তেলের দাম বিশ্ববাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর