Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহন ধর্মঘটে বিপাকে ভারতফেরত যাত্রীরা

লোকাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ১৯:২১

বেনাপোল: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাস ও ট্রাক মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে শুক্রবার (৫ নভেম্বর) বেনাপোল থেকে পণ্য পরিবহনসহ দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ভারতফেরত পাসপোর্ট যাত্রীরা। তবে যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

যশোর জেলা বাস মালিক সমিতির সম্পাদক বাবলুর রহমান বলেন, ‘হঠাৎ করে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বাস ও ট্রাক মালিক সমিতির সদস্যরা আলোচনা করে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ধর্মঘট পালনের জন্য সবাইকে জানিয়েছি। সে অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গ থেকে কোনো গণপরিবহন বা পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি।’

তিনি আরও জানান, ডিজেলের মূল্য পুনর্বিবেচনা ও বাস ভাড়া না বাড়ানো পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।

এদিকে, ভারত থেকে বাংলাদেশে ঢোকার পর কোনো গণপরিবহন না চলার কারণে অতিরিক্ত টাকা খরচ করে যাত্রীদের ট্যাক্সি ভাড়া করে গন্তব্যে যেতে হচ্ছে। অনেকে আবার ভারতে চিকিৎসা করে আসার পর কাছে টাকা না থাকায় পরিবহন কাউন্টারে অবস্থান করছেন।

ভারত থেকে ফিরে আসা সিরাজগঞ্জের তালুকদার ও সুরেশ তাদুকদার বলেন, ‘আমরা ভারতে গিয়েছিলাম চিকিৎসা করাতে। আজ বাংলাদেশে ফিরে আসার পর বুঝতে পারলাম ধর্মঘট চলছে। এখন কীভাবে বাড়ি যাবো বুঝতে পারছি না। টাকাও বেশি নেই যে ট্যাক্সি রিজার্ভ করে যাবো। এজন্য কাউন্টারে বসে আছি।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, ‘বাংলাদেশে ধর্মঘট হলেও সকাল থেকেই ভারত থেকে ফিরছেন যাত্রীরা। তবে সকাল থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে কতজন যাত্রী দেশে ফিরেছেন সেটা সন্ধ্যা ছাড়া বলা সম্ভব নয়। বাস ধর্মঘটের কারণে ফিরে আসা যাত্রীদের কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন আবার কেউ কেউ কাউন্টারে অবস্থান করছেন বলে জানতে পেরেছি।’

সারাবাংলা/এমও

পরিবহন ধর্মঘট বাস ও ট্রাক মালিক সমিতি ভারতফেরত


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর