পূরণ হচ্ছে না শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা
৬ নভেম্বর ২০২১ ১৯:৪৬
ঢাকা: ঢাকা মহানগরের আটটি স্কুলে যে টিকা কার্যক্রম চলমান রয়েছে সেখানে দৈনিক ভ্যাকসিন দেওয়ার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এই কার্যক্রমে এখন প্রতিটি কেন্দ্রে দিনে ২ হাজারের কিছু বেশি টিকা দেওয়া হয়। যেখানে প্রতিদিন ৫ হাজার করে মোট ৪০ হাজার টিকা দেওয়ার কথা ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, সক্ষমতার অভাবে প্রতিদিন টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না।
মাউশির পরিচালক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘শুরুতে আমরা প্রতিটি কেন্দ্রে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু করেছিলাম, সক্ষমতার অভাবে সেটি করা সম্ভব হচ্ছে না। কিন্তু সক্ষমতা বাড়ানোর জন্য কাজ চলছে।’
নির্ধারিত দিনে টিকা নিতে এসে অনেকে ফিরে গেছেন এমন অভিযোগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী ও অভিভাবক এটা নিয়ে কথা বলেছেন, আমরা তাদের অভিযোগ আমলে নিয়ে সক্ষমতা বাড়ানোর কাজ করছি। শিক্ষার্থী ও অভিভাবকেরা একসাথে টিকা নিতে এলেও আর বিশৃঙ্খলা হবে না। কাজ চলছে।’
এদিকে মাউশি সূত্রে আরও জানা গেছে, যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে টিকা পায়নি, তারা স্কুলে জানালে টিকা পেয়ে যাবে। এর আগে তাদের একটি তালিকাও করা হবে।’
উল্লেখ্য, গত সোমবার আনুষ্ঠানিকভাবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা কার্যক্রম শুরু করা হয়। পরদিন থেকে রাজধানী ঢাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।
সারাবাংলা/টিএস/এমও