গ্লাসগো সম্মেলন ব্যর্থ: গ্রেটা
আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২১ ২০:৩৪
৬ নভেম্বর ২০২১ ২০:৩৪
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-২৬) ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ আন্দোলনের সুইডিশ কর্মী গ্রেটা থুনবারি।
এর আগে, ফ্রাইডেস ফর ফিউচারের আয়োজনে হাজার তরুণের সঙ্গে এক ক্লাইমেট মার্চে যোগ দেন তিনি।
ওই ক্লাইমেট মার্চ গ্লাসগো শহরের জর্জ স্কয়ারের কাছে পৌঁছলে বক্তব্য রাখেন গ্রেটা। তিনি বক্তব্যে হতাশা ব্যক্ত করে বলেন, কার্বন নির্গমন কমাতে আশু পদক্ষেপ জরুরি ছিল; যেহেতু সেরকম কিছু হয়নি তাই কপ-২৬ সম্মেলনকে ব্যর্থই বলতে হবে।
তিনি বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে পিকনিকের আমেজে বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের সঙ্গে করপোরেশনগুলোর বোঝাপড়া চলছে। এখান থেকে নানান ফাঁক ফোকর খুঁজে বের করে দিনের পর দিন বিত্তশালীরা তাদের মনোবাসনা পূরণ করতে থাকবেন আর তরুণদের করুণ পরিণতি বরণ করতে হবে।
সারাবাংলা/একেএম