Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেসটিনির দিদারুলের জামিন বিষয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৭:৫৭

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডেসটিনির পরিচালক মো. দিদারুল আলমের জামিন বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। এখন নিয়ম অনুযায়ী মামলাটির শুনানির জন্য হাইকোর্টের তৃতীয় একটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন প্রধান বিচারপতি।

রোববার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দ্বিধাবিভক্ত বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আজ দুদকের পক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

সংশ্লিষ্ট আদালতের জ্যেষ্ঠ বিচারপতি ডেসটিনির পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. দিদারুল আলমের জামিন আবেদন মঞ্জুর করে ছয় মাসের জামিন মঞ্জুর করেন। তবে কনিষ্ঠ বিচারক দ্বিমত পোষণ করেন। তিনি জামিন আবেদন খারিজ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ৭৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ করা মামলায় গ্রেফতার ডেসটিনির পরিচালক দিদারুল আলমকে ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে, ২০১২ সালের ৩০ জুলাই দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ডেসটিনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর