Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরোজা’য় ফিরলেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৮:২৫

ফাইল ছবি: খালেদা জিয়া

ঢাকা: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন তিনি।

এর আগে, ১২ অক্টোবর নিয়মিত চেকআপ’র জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তখন চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার সব কিছু পর্যালোচনা করেন। এরপর ২৫ অক্টোবর বায়োপসির জন্য খালেদা জিয়ার ‘সফল’ অস্ত্রপচার সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

ওই দিন সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে পরিষ্কার, স্বচ্ছ, সঠিক ধারণা দেওয়ার জন্যই আমাদের এই প্রেস কনফারেন্স। আপনারা নিশ্চিত থাকুন, বেগম খালেদা জিয়া এখন একদমই সুস্থ আছেন। কিছুক্ষণ আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলেছেন, তার ভাই (শামীম এস্কান্দার) কথা বলেছেন এবং আমাদের দু’জন ডাক্তার নিশ্চিত করেছেন যে, তিনি এই মুহূর্তে সুস্থ আছেন। শি ইজ আউট অব এভরিথিং। অর্থাৎ বিপদের কোনো আশঙ্কা নেই বলে তারা (চিকিৎসকেরা) মনে করেন।’

উল্লেখ, গত বছর ২৫ মার্চ কারামুক্তির পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন খালেদা জিয়া। সেখানে থাকা অবস্থায় এ বছর ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। এরপর পোস্ট কোভিড জটিলতা নিয়ে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর