Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি সংঘর্ষে যুবলীগ নেতা গুলিবিদ্ধ, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ১১:৩৬

বরিশাল: জেলার পিরোজপুর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর (আনারস প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (৭ নভেম্বর) রাত আটটার দিকে মল্লিকবাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

আহত জেলা যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু বলেন, নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শংকরপাশা ইউনিয়নে এলাকায় যায়। ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় গেলে হঠাৎ করে আনারস প্রতীকের প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজন তাদের ওপর গুলি চালায় এবং অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আনারস প্রতীকের প্রার্থীর লোকজনের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসান সিকদারে মাথায় কোপ দেয়। এছাড়াও আরও কয়েকজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রানা সাহা বলেন, গুরুতর অবস্থায় ফয়সাল মাহবুব শুভ এবং হাসান সিকদারকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সংঘর্ষে এক জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/একেএম

নির্বাচনি সংঘর্ষ যুবলীগ নেতা গুলিবিদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর