Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ১৪:০৯

ফাইল ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ট্রাক, কাভার্ডভ‍্যান এবং পণ‍্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৮ নভেম্বর) রাত আটটায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, মন্ত্রী মহোদয় কক্সবাজারে রয়েছেন তিনি সন্ধ্যায় ঢাকায় ফিরবেন, তারপর বৈঠক হবে।

এদিকে জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না বলে রোববার (৭ নভেম্বর) জানিয়েছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। বিআরটিএ সদর দফতরে ভাড়া পুননির্ধারণের বৈঠকেও তারা অংশ নেননি। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, তেলের দাম না কমলে ধর্মঘট প্রত্যাহার হবে না।

প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ৩ নভেম্বর রাতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ফলে ৬৫ টাকা থেকে এক লাফে ডিজেলের লিটারপ্রতি দাম হয় ৮০ টাকা।

তারপর, বর্তমান ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয় এমন যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার থেকে প্রথমে পণ্যবাহী পরিবহন ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয়। পরে বাস মালিকরাও গাড়ি চালানো বন্ধ করে দেন। রোববারসহ প্রায় চার দিনের ভোগান্তি শেষে মালিকপক্ষের দাবি মেনে বাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বিআরটিএ। বৈঠক থেকে বেরিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। অন্যদিকে লঞ্চের ভাড়া বাড়িয়েও এরইমধ্যে প্রজ্ঞাপন জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা বৈঠকে ডাক পাননি। ফলে তারা ধর্মঘটও প্রত্যাহার করেননি। সে কারণেই সোমবার (৮ নভেম্বর) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একেএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর