ঢাকা: বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে গণধর্ষণের শিকার তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোগ জানালে চার তরুণকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ির ময়নামতি জাদুঘরের কাছে চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে এক নারী ফোন করে জানান, তাকে কয়েকজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেছে।
তিনি জানান, বন্ধুদের সঙ্গে ময়নামতি জাদুঘরে বেড়াতে গিয়েছিলেন পরে তার বন্ধুর পরিচিত কয়েকজন ছেলের সঙ্গে দেখা হয়। তারা বেড়ানোর কথা বলে তাকে একটি মেসে নিয়ে যায়। সেখানে তার বন্ধুকে অন্যরুমে আটকে রেখে ওই বন্ধুর পরিচিতরা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কুমিল্লা সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।
সংবাদ পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন ৯৯৯কে জানান, তারা এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে চার তরুণকে গ্রেফতার এবং ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন: মেহেদী (১৯), ফয়সাল (২৪), হৃদয় (১৮), বিল্লাল (২১)। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।