Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদমজী ইপিজেডে দক্ষিণ কোরিয়ান কোম্পানির বিনিয়োগ

সারাবাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২১ ১৭:০০

ঢাকা: উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস ও স্পোর্টসওয়্যার সামগ্রী তৈরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড আদমজী ইপিজেডে কারখানা স্থাপন করতে যাচ্ছে। এতে তারা ৩ কোটি ১১ লাখ ১৭ হাজার মার্কিন ডলার (৩১.১৭ মিলিয়ন) বিনিয়োগ করবে।

কিডো দক্ষিণ কোরিয়ার একটি খ্যাতনামা স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান যাদের ভিয়েতনাম, মায়ানমার এবং ইন্দোনেশিয়াতেও ৫টি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে আরও বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। সুবিধাজনক ইপিজেডে জমির স্বল্পতার কারণে তারা ইপিজেডের বন্ধ শিল্প কারখানা ইজারা গ্রহণের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছে।

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড রাজধানীর বেপজা কমপ্লেক্সে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিডো ঢাকা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক আন, ইয়াং ডাই (জোসেফ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নতুন যোগদানকারী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি, পিএসসি এবং সদ্য বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠালা উপস্থিত ছিলেন।

শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বাৎসরিক ২০ লাখ পিস ক্লথ জ্যাকেট, মোটরসাইকেল সেইফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, ওয়ার্ক জ্যাকেট, স্পোর্টস জ্যাকেট, ফ্লিস জ্যাকেট, বেবি ওয়ার্মার (জ্যাকেট), সফট শেল (জ্যাকেট), সোয়েট শার্ট, ভেস্ট, ওয়ার্ক ওয়্যার, কভারেল, হাসপাতাল গাউন, প্রটেকটিভ ক্লথ, পিপিই ইত্যাদি তৈরি করবে। কারখানাটিতে ৬০৪০ জন বাংলাদেশি শ্রমিকের চাকরি হবে। পর্যায়ক্রমে এ কোম্পানি আরও বাংলাদেশি নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল কবীর এবং মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর