Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশে চীনের প্রথম নারী নভোচারী ওয়াং ইয়াপিং

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২১ ১৮:৫৬

প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটলেন ওয়াং ইয়াপিং নামের এক নভোচারী। রোববার (৭ নভেম্বর) ‘শেনঝৌ ১৩’ মহাকাশযান থেকে অরবিটাল স্টেশনে নামেন তিনি।

৪১ বছর বয়সী ওয়াং ইয়াপিংয়ের সঙ্গে আরেক নভোচারী মহাকাশ স্টেশনে ভ্রমণ করেন। মহাকাশ স্টেশন থেকে তারা পৃথিবীতে যোগাযোগ করে জানান, দুজনই সুস্থ ও নিরাপদ আছেন।

এর আগে গত ১৬ অক্টোবর শেনঝৌ ১৩ মিশন যাত্রা শুরু করে। রোববার মহাকাশে চীনের তিয়েনগং স্টেশনের বাইরে ওয়াং ছয় ঘণ্টা সময় কাটান। এ সময় তিনি শূন্যে ভেসে ছিলেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, মহাকাশ স্টেশনে নামার কিছুক্ষণ পর ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন ওয়াং।

সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশে ব্যাপক কর্মসূচি নিয়েছে চীন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে মহাকাশ কর্মসূচিতে বিনিয়োগ বাড়িয়েছে চীন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর