Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির ৪ ওয়্যারহাউজ সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চারটি ওয়্যার হাউজ সিলগালা করে দিয়েছে হাইকোর্ট গঠিত পরিচালনা বোর্ড।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির দায় ও সম্পদ পরিস্থিতি সরেজমিনে দেখতে সাভারের আমিনবাজারে ভাড়া করা ওয়্যারহাউজ পরিদর্শনে যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককের নেতৃত্বে পরিচালিত কমিটির পাঁচ সদস্য। পরে সেখানকার চারটি ওয়্যারহাউজ সিলগালা করে দেওয়া হয়।

ওয়্যারহাউজ পরিদর্শন শেষে আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক সাংবাদিকদের বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এর পর প্রতারিত গ্রাহক ও মার্চেন্টের স্বার্থ সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করছে হাইকোর্ট গঠিত নতুন পরিচালনা কমিটি। এখানে যারা টাকা দিয়েছিলেন, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা চেষ্টা করছি, ক্ষতিগ্রস্ত এই মানুষদের যতটুকু সম্ভব স্বার্থ সুরক্ষা করে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির কোথায় কী সম্পদ আছে ও সেগুলো কী অবস্থায় রয়েছে এবং সেসব সম্পদ দিয়ে দায় দেনা কতটুকু পরিশোধ করা যাবে ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করছে কমিটি।’

এদিকে বোর্ডের একজন সদস্য জানান, ওয়্যারহাউজটিতে প্রচুর মালামাল রয়েছে। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে র‍্যাবের হাতে গ্রেফতারের পর ওয়্যারহাউজগুলোতে হাত দেওয়া হয়নি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইভ্যালি ওয়্যারহাউজ সিলগালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর